অনলাইন ডেস্ক:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার চাপায় মুনসের আলী (৪০) নামে এক রেলনির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৮ অক্টোবর) সকালে উপজেলার দোগাছির বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পূর্ব প্রান্তের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনসের আলীর বাড়ি টাঙ্গাইল জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের পশ্চিম প্রান্ত থেকে চা পান করে কাজে যোগ দেয়ার জন্য পূর্ব প্রান্তের রেললাইন এলাকায় যাচ্ছিলেন মুনসের আলী। এ সময় ঢাকাগামী সাদা রঙের একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সময় মরদেহের পাশ থেকে একটি ব্যাগে কাজ করার হলুদ রঙের অ্যাপ্রোন, হেলমেট ও কাচি এবং ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার এসআই আছিফ-উজ-জামান জানান, নিহতের মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। শ্রমিককে চাপা দেয়া ওই প্রাইভেটকারটি জব্দ করার চেষ্টা চলছে। তবে পুলিশ দ্রুতগতির এক্সপ্রেসওয়েতে ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহারের পরামর্শ দিয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।