জাতীয় ডেস্ক :
বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বেকার হোস্টেল পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুক্রবার (১৮ অক্টোবর) কলকাতায় বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষ পরিদর্শন করেন তিনি।
বেকার হোস্টেলের এ কক্ষেই রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। সেখানে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। পরে সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪২ থেকে ১৯৪৭ পর্যন্ত তৎকালীন ইসলামিয়া কলেজের (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) শিক্ষার্থী ছিলেন। সে সময় তিনি বেকার হোস্টেলের তৃতীয় তলায় উত্তর-পশ্চিম কর্নারের ২৪ নম্বর কক্ষে থাকতেন।
The West Bengal National University of Juridical Science বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তনে আগামী রোববার (৩০ অক্টোবর) সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন হাসান ফয়েজ সিদ্দিকী। সমাবর্তনে তিনি ছাড়াও ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ লালিত এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বক্তব্য দেবেন।
গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে বাংলাদেশ ত্যাগ করেন প্রধান বিচারপতি। রোববার দেশে ফেরার কথা রয়েছে তার।
