হোম জাতীয় বঙ্গবন্ধুর সমাধিতে ১৪ দেশের অনাবাসিক কূটনীতিকের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে ১৪ দেশের অনাবাসিক কূটনীতিকের শ্রদ্ধা

কর্তৃক Editor
০ মন্তব্য 97 ভিউজ

জাতীয় ডেস্ক:

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মনোনীত ১৪ দেশের অনাবাসিক কূটনীতিক।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি কমপ্লেক্সে পৌঁছান তারা।

দেশগুলো হলো- ভারত, কম্বোডিয়া, হাঙ্গেরি, গাম্বিয়া, চেক রিপাবলিক, জ্যামাইকা, লুক্সেমবার্গ, বতসোয়ানা, মঙ্গোলিয়া, পেরু, স্লোভানিয়া, উরুগুয়ে, ভেনেজুয়েলা, নর্থ ম্যাসোডেনিয়া।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কূটনীতিকরা। এ সময় নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। শ্রদ্ধা নিবেদন শেষে তারা সমাধি সৌধ ঘুরে দেখেন। সেখানে রাখা পরিদর্শন বইতে সই করেন তারা।

এর আগে সকালে বঙ্গভবনে কূটনীতিকদের পরিপত্র প্রদানের মহড়া অনুষ্ঠিত হয়। আর আগামীকাল মঙ্গলবার ( ৩১ জানুয়ারি) তারা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাদের পরিচয়পত্র তুলে দিবেন।

গতকাল রোববার ২৮ জানুয়ারি ৬ দিনের সফরে ঢাকায় আসেন তারা। মূলত ভারতে নিযুক্ত এসব দেশের দূতাবাসের কর্মকর্তারা এ সফরে এসেছেন।

বাংলাদেশ সফরে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে ২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন ১৪ দেশের অনাবাসিক কূটনীতিকরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন