হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধুর আপোষহীন লড়াই ছিল জনগণের মুক্তি ও অধিকার আদায়ের: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

বঙ্গবন্ধুর আপোষহীন লড়াই ছিল জনগণের মুক্তি ও অধিকার আদায়ের: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, জনগণের মুক্তি ও অধিকার আদায়ের প্রশ্নে আপোষহীন থেকে আমৃত্যু লড়াই সংগ্রাম করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অন্যায়ের কাছে কখনো মাথা নত না করে অসীম সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে বাঙালি জাতিকে উপহার দিয়েছেন স্বাধীনতা।

প্রতিমন্ত্রী বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুম্পস্তবক, নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন, জেলা পরিষদের অডিটোরিয়ামের দ্বার উন্মোচন ও উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরিউক্ত কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাঙ্গালীর রক্ত দিয়ে সৃষ্ট এই বাংলাদেশ। এই দেশের ইতিহাস এক দিনে রচিত হয় নি। এই ইতিহাস বাংলাদেশের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন। তিনি মানুষকে ভালোবেসে সকল বাঙ্গালিকে ঐক্যবদ্ধ করে জাতির স্বপ্নকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন।

সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছেন তার সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান-১ আলহাজ আব্দুল খালেক. মণিরামপুর পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান. যশোর জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু প্রমুখ। অপরদিকে, সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ, ওসি রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু এবং মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন