হোম অন্যান্যসারাদেশ ফেসবুকে ঘোষণা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগের হিড়িক

ফেসবুকে ঘোষণা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগের হিড়িক

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদ্য অনুমোদনকৃত কমিটিতে থেকে একসাথে ৬ জন জন সরে দাঁড়িয়েছেন।

জানা যায়, গত (৫ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সিলেট জেলা শাখার ২৭২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এঁদের মধ্যে এই ৬জন ছাড়াও ইতিমধ্যে অনেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী শিক্ষার্থীরা মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের আইডি থেকে লিখেন, দেশের এই বিপ্লবে সকল শ্রেণি-পেশার মানুষ অবদান রেখেছে এবং সংস্কার এ কাজও করেছে। আমাদের মতে এসব কমিটির কারণে মানুষের ঐক্যে ফাটল ধরে। আমরা বিশ্বাস করি, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হলে কোনো পদ-পদবীর প্রয়োজন নেই, নিজেকে প্রতিষ্ঠিত করি নিজের পরিবারের পাশাপাশি দেশের জন্য ভালো কিছু করতে চাই।

পদত্যাগকারীরা হলেন- আরিফ আহমেদ চৌধুরী, আব্দুল গাফফার আফজল, শেখ উসমান ফারুক, তৌসিফ আহমেদ চৌধুরী, অমিত হাসান, ফাহিমুজ্জান।

এবিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহবায়ক আকতার হোসেন বলেন, তাদের হয়ত এই প্লাটফর্মে কাজ করার ইচ্ছে নাই এরজন্য তারা পদত্যাগ করছে এটা খুবই স্বাভাবিক এবং এই স্বাধীনতা সবার আছে।

তিনি আরও বলেন, কমিটির জন্য প্রত্যেক এলাকার প্রতিনিধির মাধ্যমে নাম গুলো এসেছে তারা হয়ত যাচাই না করেই নাম গুলো পাঠিয়েছেন এরজন্য এই সমস্যা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন