হোম ঢাকামুন্সিগঞ্জ ফুলদি নদী তীরের আরও ৬৫ স্থাপনা উচ্ছেদ

ফুলদি নদী তীরের আরও ৬৫ স্থাপনা উচ্ছেদ

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

অনলাইন ডেস্ক:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদী তীরের অবৈধ আরও ৬৫ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ৩৫ স্থাপনা উচ্ছেদ করা হয়। দুই দিনের অভিযানে দখল মুক্ত হয়েছে ৩ একর জমি। যার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। এদিন এক্সাভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে একের পর এক স্থাপনা। বাদ যায়নি দ্বিতল হিমাগার শেড, বাড়ির ঘাটলা, ভাসমান রেস্তোরাঁ ও ড্রেজার।

রসুলপুরের ফুলদী নদীর পূর্ব পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। উপজেলা কমপ্লেক্স সংলগ্ন এলাকাটিতে দীর্ঘদিন ধরেই পাকা, আধাপাকা এবং টিন-কাঠের স্থাপনা গড়ে উঠে।

মেঘনা ঘাট নদী বন্দর উপ-পরিচালক শরিফুল ইসলাম জানান, যৌথ জরিপে নদীর জায়গা চিহ্নিত করে এই অভিযান পরিচালনা করা হয়।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার বলেন, ফের দখল ঠেকাতে উচ্ছেদের পরই তীর ঘেঁষে ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

তবে এসব স্থাপনার মালিকদের দাবি, কোন নোটিশ ছাড়াই স্থাপনাগুলো ভেঙে দেয়া হয়েছে। এদিন নদী তীরের দুই কিলোমিটার এলাকা জুড়ে চলে এই অভিযান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন