হোম চট্টগ্রামচাঁদপুর ফার্নিচারের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে মারেন ইব্রাহিম, অবশেষে গ্রেফতার

ফার্নিচারের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে মারেন ইব্রাহিম, অবশেষে গ্রেফতার

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ

অনলাইন ডেস্ক:

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলার‌ আসামি ইব্রাহিম প্রধানিয়াকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। ইব্রাহিম প্রধানিয়া চাঁদপুরের মতলব দক্ষিণ থানার বকচর এলাকার আব্দুল মোতালেব প্রাধানিয়ার ছেলে।

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার (৯ মে) দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬ এর যশোর ক্যাম্প।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ইব্রাহিম চার বছর আগে একই এলাকার খোকন মিয়ার মেয়ে খাদিজাকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। গত এক বছর ধরে ইব্রাহিম যৌতুক হিসেবে ফার্নিচার দাবি করেন। খাদিজার দরিদ্র বাবা যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় বিভিন্ন অজুহাতে খাদিজার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন ইব্রাহিম।

এরই ধারাবহিকতায় গত ১০ এপ্রিল রাতে খাদিজার শরীরের ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ইব্রাহিম। পরে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল খাদিজার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা হলে খাদিজার শাশুড়ি গ্রেফতার হয়। কিন্তু আত্মগোপনে চলে যায় ইব্রাহিম। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বেনাপোল থেকে ইব্রাহিম প্রধানিয়াকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন