হোম ঢাকাফরিদপুর ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা সম্মেলন উপলক্ষে ‌ মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা সম্মেলন‌ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।আজ শনিবার বেলা ১২ টায় ফরিদপুর সদর উপজেলা কনফারেন্স রুমে উক্ত সম্মেলন ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। ‌

ফরিদপুর জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ফরিদপুর জেলার বর্তমান অবস্থা, সমস্যা ও সমাধানের উপায় শীর্ষক এ শিক্ষা সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষালের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান অতিরিক্ত জেলা প্রশাসক জনাব অমিত দেব নাথ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা , বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, রাসিন এর নির্বাহী পরিচালক ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা প্রমূখ। ‌এছাড়া ‌ বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন যে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের শিক্ষা ব্যাবস্থার আমূল পরিবর্তন হয়ে। শিক্ষার গুনগত মান উন্নয়নসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমান দেশের মাধ্যমিক শিক্ষার মান কিভাবে অধিক উন্নত করা যায় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বক্তারা দেশকে একটি উন্নত সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন