ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
স্থানীয় সরকার ফরিদপুর এর উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসিন কবির , ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মুহাম্মদ এনামুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ সঞ্জীব কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল তরিকুল ইসলাম ডেপুটি পোস্টমাস্টার জেনারেল তারিকুল ইসলাম, সহ সকল উপজেলার চেয়ারম্যান ও সকল উপজেলার ইউএনও সহ জেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।