হোম ঢাকাফরিদপুর ফরিদপুরে সাধারণ ছাত্র সমাজ এবং ধর্ষণ প্রতিরোধে আমরা’র ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে সাধারণ ছাত্র সমাজ এবং ধর্ষণ প্রতিরোধে আমরা’র ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 23 ভিউজ

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে সাধারণ ছাত্র সমাজ এবং ধর্ষণ প্রতিরোধে আমরার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যৌন হয়রানির অভিযোগে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদিন কে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার বেলা ১১:৪০ মিনিটে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানহা , হাজেরা তুলি ও আয়েশা ‌। এ সময় তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীনে র বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন ‌ তারা বলেন উক্ত প্রধান শিক্ষক একজন দুশ্চরিত্র প্রকৃতির । তিনি সব সময় শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করতেন। তার বিরুদ্ধে ছাত্রীদের সাথে যৌন হয়রানীর অভিযোগ রয়েছে।

তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আবারো আমাদের বিদ্যালয়ের দায়িত্ব নেবার জন্য চেষ্টা করছেন। কিন্তু শিক্ষার্থীরা তার এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। আর তাই উনার মত একজন শিক্ষক যাতে বিদ্যালয় প্রবেশ করতে না পারে এবং দায়িত্ব গ্রহণ করতে না পারে এ ব্যাপারে প্রশাসনের নিকট দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন