হোম ঢাকাফরিদপুর ফরিদপুরে চার দফার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত

ফরিদপুরে চার দফার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 23 ভিউজ

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার পরিবেশ ও স্বচ্ছতার চার দফা দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে দশটায় সাধারণ শিক্ষার্থী সরকারি রাজেন্দ্র কলেজ এর ব্যানারে কলেজের শহর ক্যাম্পাস থেকে ‌ এ উপলক্ষে একটি পদযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় তারা চার দফা দাবি বাস্তবায়নে বিভিন্ন রকম স্লোগান প্রদান করে।

এরপর তারা কলেজের অধ্যক্ষের নিকট ‌ স্মারকলিপি প্রদান করতে গেলে তাকে না পাওয়ায়‌ সরকারি রাজেন্দ্র কলেজের ‌ শিক্ষক পরিষদের সম্পাদক এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শহিদুল ইসলামের কাছে চার দফা দাবি সম্বলিত ‌ স্মারকলিপি প্রদান করেন ‌। এবং আগামী ৭২ ঘন্টার ভিতর তাদের দাবি গুলো বাস্তবায়ন করার আহ্বান জানান।

দাবিগুলো হচ্ছে :

১/অধ্যক্ষ ও উপাধ্যক্ষর বিরুদ্ধে তাদের নিয়োগ প্রক্রিয়ায় অর্থনৈতিক লেনদেন অভিযোগের সত্য নিরপেক্ষ তদন্ত এবং তাদের শাস্তি নিশ্চিত করা।
২/দুর্নীতিবাজ শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা।
৩/ অবকাঠামগত এবং অর্থনৈতিক দুর্নীতি অনিয়মের সুষ্ঠু তদন্ত করা
৪/ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা দানকারী শিক্ষকদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা।

এ সময় ফরিদপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন। পদযাত্রায় কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন