ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংগঠন ফকিরহাট ব্লাড ডোর্নাস ক্লাব আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্লাড ডোর্নাস ক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি সজল আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থতি ছিলেন ব্লাড ডোর্নাস ক্লাবের আল ইমরান, শহিদুল ইসলাম, মামুন, রামিম, নাইম, মেহেদী, আবির, রুপম, জাবদে, রনি, ফুয়াদ, ইমন, রিফাত, নিপু, বাপ্পি, ইনামুল প্রমূখ।
উল্লখ্যে, ফকিরহাট ব্লাড ডোর্নাস ক্লাব একটি সামাজকি ও অরাজনতৈকি প্রতিষ্ঠান যা এক যুগ ধরে অসুস্থ মানুষকে রক্তদানের পাশাপাশি দরিদ্র রোগীদরে চিকিৎসা ব্যয়ভার বহন, বন্যার্দুগতদের ত্রাণ বিতরণ, অসহায়দের খাদ্য বিতরণ ও শীর্তাতদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আছসে। যা ইতিমধ্যে সামাজিক এই প্রতিষ্ঠানটি মানুষের কাছে প্রসংশিত হয়েছে।