হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিবাদ্য সামনে তুলে ধরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বিতর্ক প্রতিযোগীতা বিষয় ছিল নারীদের উচ্চ শিক্ষাই বিবাহ বিচ্ছেদের প্রধান কারন নয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর আয়োজনে ও ইউএনএফপিএ বাংলাদেশে এর সহযোগিতায সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্র্রতিযোগীতা শেষে পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম।

এসময় অন্যদের মধ্যে আারো উপস্থিত ছিলেন আরআরএফ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর নার্গিস আনিছা সুলতানা, মনিটরিং ডকুমেন্টেশন অফিসার বৈশার্খ আফরিন সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিক্ষক শেখ সুমন হোসেন, শ্যামল চন্দ্র মন্ডল ও শিউলি আক্তার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন