হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি ওয়াচ গ্রুপ সভা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের গোপাল দাসের বাড়িতে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি ওয়াচ গ্রুপ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে অনুষ্ঠিত সভায় ৭জন নারী, পুরুষ ২জন, কিশোর ২জন, কিশোরী ২জন, ধর্মীয় নেতা ২জন, শিক্ষক ১জন সহ ১৫ সদস্য বিশিষ্ট কমিউনিটি ওয়াচ কমিটি গঠন করা হয়।

এ দলের কাজ হবে বাল্যবিবাহ বন্ধে কাজ করা। কমিউনিটি ওয়াচ গ্রুপ সভা পরিচালনা করেন ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়ট কর্মকর্তা কুহেলী মন্ডল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন