হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩১ আগষ্ট) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ওসি আবু সাঈদ মো: খায়রুল আনাম, জেলা পরিষদ সদস্য শেখ আ: রাজ্জাক, ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, পিলজংগ ইউনিয়নের একক চেয়ারম্যান প্রার্থী মোড়ল জাহিদুল ইসলাম, নলধা-মৌভোগ ইউনিয়নের একক চেয়ারম্যান প্রার্থী সরদার আমিনুর রশিদ মুক্তি, বীর প্রতীক মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, শেখ মকসুদ আলম, শেখ মো: আবু বকর প্রমূখ।

শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মেজবাহ উদ্দিন আহম্মেদ। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন