হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফকিরহাটে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 141 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপি কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের বিভিন্ন সবজির বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে দুইদিন ব্যাপি এই অনুষ্ঠানের মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান স ালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন।

এছাড়াও এদিন বিভিন্ন প্রকল্পের কৃষি যন্ত্রপাতি, বীজ, চারা, সার, সেচ যন্ত্র, পাওয়ার স্প্রেয়ার, সরিষা মাড়াই যন্ত্র, কাসাভার কাটিং সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় বিভিন্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন