ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ৩দিন ব্যাপি ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার বিকেল ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপসহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়, প্রদীপ কুমার মন্ডল প্রমূখ।
শেষে স্টলের সেরা তিনজন প্রদর্শনিকে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তা, কৃষক ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।