ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও বিভিন্ন প্রকারের বীজ বিতরণ করা হয়েছে। রোববার (৪ জুন) দুপুর ১টায় কৃষি অফিস চত্ত্বরে ১৩৮ জন কৃষককে পেয়ারা, পেপে, লেবুর চারা ও লাউ, পুইশাক, ডাটা, কুমড়া সহ ১৪ প্রকারের বীজ বিতরণ করা হয়।
এসব কৃষকদের হাতে গাছের চারা ও বীজ তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেল বাগেরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুবীর কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ
সাখাওয়াত হোসেন।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়, শেখ বিল্লাল হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা ও কৃষকগন উপস্থিত ছিলেন।