হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে কালিগঙ্গা খাল খননকালে মালিকানা জমি ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা মূলঘর হতে প্রবাহমান কালীগঙ্গা খাল খনন কাজ চলমান রয়েছে। এ অবস্থায় ফলতিতার বানিয়াখালী এলাকার কিছু অংশ এমন ভাবে খনন করা হয়েছে।

যা অনেকের ব্যপক ক্ষতিকগ্রস্থ হয়েছে। ভুক্তভোগী ভগিরত গোলদার, বিপুল রায়, আকুল রায়, বিনয় রায়, বিজয় দেওয়ান, সংকর গোলদার, রবিন গোলদার ও গুরুদাশ বালা সহ অনেকেই দাবী করে বলেন, তাদের ব্যাক্তিগত ৬টি পাকা স্মৃতি সমাধী, ৩টি টিউবওয়েল, ৬টি টয়লেট ও গোয়ালঘর ভেঙ্গে দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উদাসিনতা ও খামখেয়ালী পনাকে দায়ী করেছেন স্থানীয়রা। খবর পেয়ে শনিবার দুপুর ১টায় ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপনর কুমার দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। এসময় উপস্থিত ছিলেন, মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার সহ স্থানীয়রা।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন