হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে কম দামে টিসিবির পণ্য বিক্রি শুরু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করছে। স্বল্পমূল্যে টিসিবির পণ্য ক্রয় করে খুব খুশি ক্রেতাসাধারন।

শনিবার (১৭ জুলাই) বেলা ১১টায় টাউন-নওয়াপাড়া মোড়ে পিকআপ ভ্যানে ভ্রাম্যমান ভাবে পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম।

এসময় উপস্থিত ছিলেন টিসিবির ফকিরহাটের ডিলার আনন্দ দাশ, পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সাধারন সম্পাদক ও অত্র ইউনিয়নের একক চেয়ারম্যান প্রার্থী মোড়ল জাহিদুল ইসলাম, বেতাগা ইউপি সদস্য অসিত কুমার দাশ, প্রবীর বিশ্বাস প্রমূখ।

আনন্দ দাশ জানান, তারা প্রতি কেজি চিনি বিক্রি করছে ৫৫ টাকা দরে। মসুর ডাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫৫ টাকায়। এ ছাড়া সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা বিক্রি করেছে। এদিন ১২৮জন পণ্য ক্রয় করেছেন, যার মধ্যে ছিল ৫লিটার তেল, ২কেজি মসূর ডাল ও ১ কেজি চিনি। বাজারে এসব পণ্যের দাম বেশ চড়া, টিসিবি বাজারের প্রচলিত ব্রান্ডের পণ্য বিক্রি করছেন বলে তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন