হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে উদ্ধার হওয়া যুবককে পরিবারের কাছে হস্তান্তর

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে। রবিবার (২৩ মে) সকালে ওই যুবককে তার মাতা রহিমা আক্তারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার এসআই এম এম রায়হান জানান, উদ্ধার হওয়া যুবক খুলনার নতুন বাজার এলাকার মো: ফজলুল হক মনির ছেলে হৃদয় হোসেন বাবু (২০)।

এ ব্যাপারে তার মাতা রহিমা আক্তারের সাথে কথা বলে জানা গেছে সে, গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল। সে বর্তমানে কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন।

কেন এমন অবস্থা জানতে চাইলে তিনি বলেন, তার ‍পুত্র হৃদয় গত ৩/৪ বছর পূর্বে যখন এইচএসসি পরীক্ষার্থী তখন তার সামনে একটি সড়ক দুর্ঘটনায় একজন মারা যান। যা তার সামনে ঘটে। এরপর সেই থেকে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। বর্তমানে তার চিকিৎসা চলছে। দরিদ্র মাতা ওই যুবকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন