হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফকিরহাটে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কর্তৃক Editor
০ মন্তব্য 289 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তাদের শুক্রবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করেছে।

পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রদ্যুৎ গোলদার, এসআই বাদশা বুলবুল ও এএসআই বিল্লাল হোসেন সহ পুলিশের একটি দল উপজেলার ব্রাহ্মণরাকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট ও দু’শ গ্রাম গাজা উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মৃত আ. হামিদ শেষের ছেলে একাধিক মাদক মামলার আসামী মনির শেখ (৪২), একই গ্রামের তোফাজ উদ্দিনের ছেলে মো. নুর ইসলাম (২২) এবং শেখ সাহিদুল ইসলামের ছেলে শেখ অহিদ রহমান শান্ত (২৯)।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের তিন জনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একপিট মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন