ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২১ হাজার ৮ শত ২৫ জনকে মোট ১ কোটি ২১ হাজার ২ শত ৫০ টাকা প্রদান করা হবে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, অত্র উপজেলায় ১৭হাজার ৮২৫ ভিজিএফ কার্ডের সদস্যের প্রত্যেক পরিবারকে ৪৫০টাকা ও ৪ হাজার হতদরিদ্রের প্রত্যেককে ৫শত টাকা করে আর্থিক সহায়তরা প্রদান করা হচ্ছে।
সোমবার (১০মে) সকাল ১০টায় ফকিরহাট সদর ইউনিয়ন, পিলজংগ, বাহিরদিয়া-মানসা, মূলঘর ও নলধা-মৌভোগ ইউনিয়নের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এসময় উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদমো: খায়রুল আনাম সহ স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, খান শামিমজামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, স্ব স্ব ইউপি সচিব, ট্যাগ অফিসার ও ইউপি সদস্যগন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ বলেন, পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডধারী ও হতদরিদ্রদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদানের আয়োজন করা হয়েছে।