শিক্ষা ডেস্ক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট, উপহার দেয়া হয়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা সদর শাখা আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা অবসর নিয়েছেন। ১০ বছরে শতাশিক শিক্ষক অবসর নেন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। তাদেরকে ক্রেস্টসহ বিভিন্ন ধরনের উপহার দেয়া হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মানসহ জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম মোফাজ্জেল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার সভাপতি ইকলাস হোসেন মন্টু। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম।