হোম রাজনীতি প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানালেন মাশরাফী

প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানালেন মাশরাফী

কর্তৃক Editor
০ মন্তব্য 129 ভিউজ

রাজনীতি ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগ যুব ও ক্রীড়া উপ কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়ায় সভানেত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছেন সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

শনিবার(১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি ধন্যবাদ জানান।

পোস্টে মাশরাফী লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে মহান দায়িত্ব আমাকে দিয়েছেন সেটি আমার জন্য পরম এক পাওয়া। বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রাণিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি চিরকৃতজ্ঞ।’

সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি দলের সাধারণ সম্পাদক, সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপিকে।

আজ (শুক্রবার) সন্ধ্যায় ধানমন্ডির দলীয় কার্যালয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

মাননীয় সভানেত্রী আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব অর্পণ করেছেন, সততা নিষ্ঠা ও কর্মের মাধ্যমে আমরা দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করব ইনশাআল্লাহ।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন