হোম খেলাধুলা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ রোনালদিনহোর সফরসূচিতে যা থাকছে

স্পোর্টস ডেস্ক:

কিছুদিন আগেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশ সফর করেছেন। এবার বাংলাদেশে পা রাখছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার এবং ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলার রোনালদিনহো। সফরকালে ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ফুটবলার দেখা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

ব্যালন ডি’অর জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো বুধবার (১৮ অক্টোবর) বাংলাদেশে আসবেন। এরপর ঢাকার রেডিসন হোটেলে উঠবেন রোনালদিনহো। সন্ধ্যা সাড়ে ছয়টায় গণভবনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই সাক্ষাৎ শুধু কাভার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

যদিও রোনালদিনহোর সফরসূচি নিয়ে এরচেয়ে বেশিকিছু জানা যায়নি। আগে রোনালদিনহোর ঢাকায় আসার কথা ছিল সকালে। তবে তা পরিবর্তন করে দুপুরে আসার কথা জানানো হয়। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার ঢাকায় আসার পরই তার সফরসূচি নিয়ে জানা যাবে। বাংলাদেশে সফর শেষে মধ্যরাতেই দেশ ত্যাগ করবেন তিনি।

গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে রোনালদিনহোর বাংলাদেশ সফরের সুখবরটি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার সোনার বাংলা – আমরা আসছি…।’

এই পোস্টে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সময় দিতে পারেন তবে রোনালদিনহো তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। এবার জানা গেলো, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে রোনালদিনহোর। এছাড়াও বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন