জাতীয় ডেস্ক:
পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।
তিনি বলেন, আপনি ঐতিহাসিক পঞ্চম মেয়াদে যাত্রা শুরু করেছেন। আপনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো। এ অবস্থায় ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার এবং এলডিসি মর্যাদা থেকে উত্তরণে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি।
দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনের দিনে আরও জোরদার হবে বলেও আশা করেন তিনি।
চিঠিতে ঋষি আরও বলেন, আমি আশা করি, মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিতের মধ্য দিয়ে রাজনৈতিক সমঝোতায় বাংলাদেশ এগিয়ে যাবে।