হোম ময়মনসিংহ প্রতিযোগিতায় ঘোড়সওয়ার তাসমিনার পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল

প্রতিযোগিতায় ঘোড়সওয়ার তাসমিনার পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল

কর্তৃক Editor
০ মন্তব্য 121 ভিউজ

অনলাইন ডেস্ক:

প্রতিযোগিতায় ঘোড়ার পিঠ থেকে জনপ্রিয় ঘোড়সওয়ার তাসমিনা আক্তারের পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহের কোকিল গ্রামে তাসমিনা ঘোড়া থেকে পড়ে যাওয়ার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, ওই প্রতিযোগিতায় ঘোড়া নিয়ে দৌড়াতে গিয়ে তাসমিনা হঠাৎ তার ঘোড়ার পিঠ থেকে পড়ে যান। পড়ে যাওয়ার পর তার পা ঘোড়ার পিঠের দড়ির সঙ্গে আটকে থাকায় তাসমিনা চলন্ত ঘোড়ার সঙ্গে কিছুদূর চলে যায়। ঘোড়া দৌড়াতে দৌড়াতে একপর্যায়ে থেমে গেলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

এর আগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকায় এক ঘোড়দৌড় প্রতিযোগিতায় ঘোড়া থেকে পড়ে আহত হন তাসমিনা। ময়মনসিংহের কোকিল গ্রামে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়।

আহত তাসমিনার গ্রামের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার শঙ্করপুর গ্রামে। তাসমিনা বর্তমানে ধামইরহাট এম এম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) তাসমিনার বাবা ওবায়দুল হক জানান, বর্তমানে মেয়ে কিছুটা সুস্থ, তবে দীর্ঘদিন বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক।

তিনি বলেন, শনিবার বিকেলে ভালুকার কোকিল গ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় তাসমিনা। প্রতিযোগিতায় ঘোড়া নিয়ে দৌড়াতে গিয়ে তাসমিনা পড়ে আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাসমিনা বাড়ি ফিরেছে।

ঘোড়া থেকে পড়ে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও মেয়েটা খুব আতঙ্কের মধ্যে আছে। চিকিৎসক অন্তত তিন মাস তার ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ না নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন