হোম জাতীয় প্রচণ্ড রোদের তাপে রেললাইন বেঁকে কুমিল্লায় দুর্ঘটনা

প্রচণ্ড রোদের তাপে রেললাইন বেঁকে কুমিল্লায় দুর্ঘটনা

কর্তৃক Editor
০ মন্তব্য 80 ভিউজ

জাতীয় ডেস্ক:

প্রচণ্ড রোদে তাপের কারণে রেললাইন বেঁকে গিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।

রোববার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তাপের কারণে রেল লাইন বেঁকে গিয়েছিল, যা আমরা খেয়াল করি নাই। তাপে রেল লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ৯ বগি লাইনচ্যুত হয়েছে। আজ ট্রেন চলাচল স্বাভাবিক নাও হতে পারে। আমরা চেষ্টা করছি দ্রুত উদ্ধারের। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।’

হাসানপুর রেলস্টেশন মাস্টার সোহাগ জানিয়েছেন, দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম লাইন ব্লক। ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, অতিরিক্ত তাপে লাইন বেঁকে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে ট্রেনের অতিরিক্ত গতি ছিল না, কারণ সামনেই স্টেশন ছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন