হোম অন্যান্যসারাদেশ পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশন’র আহবায়ক কমিটি গঠন, শরিফুল আহবায়ক, আশরাফুল সচিব

সংকল্প ডেস্ক :

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত এক পত্রে মো. শরিফুল ইসলামকে আহবায়ক ও মো. আশরাফুল ইসলাম ওরফে রাজুকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন- শ্রী লক্ষণ কুমার দাশ, শ্রী অর্জুন কুমার দাশ, মোহাম্মাদ মোকছেদ আলী।

উল্লেখ্য, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা পৌর শাখা কমিটির দীর্ঘদিন কোনো কর্মকান্ড না থাকায় সংগঠনের সভাপতি মো. মহিদুল ইসলাম ০৪ জুন ২০২১ ইংরেজি তারিখে সদর উপজেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত আবেদন করেন। উক্ত আবেদনপত্রটি গ্রহণ করে ২৬ সেপ্টেম্বর ২০২১ ইংরেজি তারিখে সদর উপজেলা কমিটির এক জরুরী সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক পৌর শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং একই সভায় মো. শরিফুল ইসলামকে আহবায়ক ও মো. আশরাফুল ইসলাম ওরফে রাজুকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের কমিটি অনুমোদন দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন