হোম অন্যান্যলিড নিউজ পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 148 ভিউজ

অনলাইন ডেস্ক :

দামুড়হুদা মডেল থানার টহল পুলিশ জেলা ছাত্রলীগের সাবেক এক নেতাকে ফেনসিডিলসহ আটক করে। পরে থানায় নিয়ে আসার সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পরে থানায় নেওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আটক ব্যক্তি হার্ট এটাকে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে।

সূত্র-ইত্তেফাক

সম্পর্কিত পোস্ট

মতামত দিন