নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটায় পিতার কবরে ময়লা ফেলার প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে জখম একদল দূর্বিত্ত। মঙ্গলবার সন্ধ্যায় থানার রাড়িপড়া গ্রামের বাদম তলায় ঘটনাটি ঘটে। আহত কলেজ ছাত্র বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ঘটনার পর আহতের বিধবা মা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে থানায় এজাহার দাখিল করলেও ৪দিনেও পুলিশ কোন ব্যাবস্থা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগীর।
আহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন বাদামতলা জামে মসজিদের ইফতারির উৎচ্ছষ্টাংশ( ময়লা) পাশেই মরহুম মকবুল কশারির কবরে উপর ফেলায় পুত্র মামুন কশারি ওরফে হৃদয়(১৯)প্রতিবাদ করে। ওই সময় একই গ্রামের মুনছুর সরদারের ছেলে রফিকুল সরদার(৩২),তরিকুল (২৮),শফিকুল (৩০), এবং মৃত ইনছার সরদারের ছেলে মফিজুল সরদারর(২২)দলবদ্ধ হয়ে ধারালো ছুরি ও খুর দিয়ে মামুনের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।
পরবর্তীতে আহতের মায়ের ডাক চিৎকরে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্তায় মামুনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার বিকালে আহতের বিধবা মা বাদী পাটকেলঘাটা থানায় একটি এজাহার দাখিল করে। এদিকে চিকিৎসাধীন মামুনের অবস্তা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ।
পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলু রহমান খান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। দ্রুত আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।