হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় ৩শ পরিবারকে সহায়তা প্রদান করলেন আব্দুল হাই

পাটকেলঘাটায় ৩শ পরিবারকে সহায়তা প্রদান করলেন আব্দুল হাই

কর্তৃক
০ মন্তব্য 133 ভিউজ

জামালউদ্দীন :

সাতক্ষীরা তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের ৪ গ্রামের ৩শ পরিবারের মাঝে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ৯ই এপ্রিল বড়বিলা ঈদগাহ ময়দানে বিকালে এ সহায়তা প্রদান করা হয়। পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি শেখ আব্দুল হাইয়ের নিজস্ব অর্থায়নে করোনা মোকাবেলায় কর্মহীন দিন মজুরদের মাঝে এ সাহায্য প্রদান করা হয়।

তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম ও পাটকেলঘাটা থানার ওসি ওয়াহেদ মোর্শেদ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ সাহায্য গ্রহণ কারীদের উদ্দেশ্য বলেন করোনা মহামারী থেকে বাঁচতে হলে সকলকে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে ঘরে থাকুন। আপনাদেরকে না খেয়ে মরতে হবে না। ঘরেই খাবার পৌঁছে দেওয়া হবে।

সরকারী বেসরকারি অথবা ব্যক্তি উদ্যোগে খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে। তাই আসুন সবাই নিরাপদে থাকি দেশ রক্ষায় অংশগ্রহণ করি। সাহায্য প্রদানকারী শেখ আব্দুল হাই বলেন,ইউনিয়নের অন্য অন্য গ্রামে এ সাহায্য অব্যাহত থাকবে। আমি শুধু মানুষ গড়ার কারিগর না বিপদে আপনাদের পাশে থাকা আমার গুরু দায়িত্ব। আপনারা বাড়িতে থাকুন নিরাপদে থাকুন। আগামীতে পর্যায়ক্রমে এ সহায়তা অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন