কিশোর কুমার :
পাটকেলঘাটায় গনধর্ষনের ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হল থানার মির্জাপুর গ্রামের মৃত মোমিন সরদারের পুত্র মমতাজ সরদারর(৪৫) অপর দুজন হল একই এলাকার শহিদুল সরদারের পুত্র সবুজ সরদার (২২)ও মোঃ বিল্লাল সরদার (৩৮)। পুলিশ সুত্রে জানা যায় , গত ২৭ এপ্রিল থানার জগদানন্দকাটি গ্রামের আল্লাদ বেগম( ৩৮) গনধর্ষনের শিকার হয়ে আসমীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দ্বায়ের করেন।এপর আসামীরা আত্মগোপনে থাকার কারনে গত শনিবার (২মে) গভীর রাত পর্যান্ত থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় একটি গনধর্ষনের মামলা রয়েছে। মামলা নং-৮। গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে সোপার্দ করা হয়েছে।