অনলাইন ডেস্ক:
১১ ঘণ্টায় শেষ হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা। এবার রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গেছে। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।
শনিবার সকাল ৭টায় দান বাক্সগুলো খোলা হয়। পরে তা মসজিদের দোতলায় গণনার জন্য নেয়া হয়। প্রায় ১১ ঘণ্টায় ৪০০ জনের একটি দল এ টাকা গণনার কাজ করে।
দিনভর টাকা গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে জানা গেছে, দান বাক্সগুলোতে মোট ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার ছিল।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত বিষয়টি নিশ্চিত করেছেন।