হোম খুলনাসাতক্ষীরা পাঁজিয়া ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

পরেশ দেবনাথ, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

কেশবপুরের পাঁজিয়া ডিগ্রি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ও এইচএসসি (বিএম টি) একাদশ শ্রেণীর উদ্ভোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো নবীন শিক্ষার্থীদের।

রবিবার (৮ অক্টোবর) সকালে কলেজের অধ্যক্ষ রুহুল আমিন-এর সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ প্রভাষক আব্দুস সাত্তার পাড়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক গোবিন্দ চন্দ্র মণ্ডল, মাহাবুবর রহমান, অনুকূল চন্দ্র মণ্ডল, সুকান্ত মল্লিক, জ্যেষ্ঠ প্রভাষক এসএম শাহাজাহান, প্রমূখ।

অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ও এইচএসসি (বিএম টি) একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। কলেজের শিক্ষকরা নবীন বরণ অনুষ্ঠান শেষে উদ্ভোধনী ক্লাসের আয়োজন করেন।

নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের আয়োজনে কলেজে যেন একটা মিলনমেলায় পরিণত হয়ে উঠলো। আনন্দ-উৎফুল্লতায় ভরে উঠলো কলেজ ক্যাম্পাসটি। এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন