হোম ফিচার পরিষ্কার করে ‌‘শেষ কথা’ বললেন ফখরুল

রাজনীতি ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি পরিষ্কার করে শেষ কথা বলতে চাই, দয়া করে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, না হলে ফয়সালা হবে রাজপথে।’

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, বর্তমান সরকার কাউকে ভোট দিতে দেয় না, সবকিছু জোর করে কেড়ে নেয়। এবার আর সেটা হবে না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেছে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই। তাই তারা পর্যবেক্ষক টিম পাঠাবে না। এমনকি জাতীয় পার্টিও বলেছে বর্তমান সরকার পদত্যাগ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের মধ্যে দিয়ে এ সরকারকে পরাজিত করতে হবে। আমাদের মা-বোনেরা জেগেছে। তারা ভোট চোর সরকারকে আর ক্ষমতায় দেখতে চান না।

মির্জা ফখরুল বলেন, আমরা পদযাত্রা করেছি, রোডমার্চ করছি। জনগণকে সঙ্গে নিয়ে মাঠে আছি। আমরা তো বেশি কিছু চাইনি। শুধু সরকার পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি।

তিনি বলেন, বিদেশিরা বলছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। কিন্তু তারা আগের মতো সাজানো নির্বাচন করতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর ধরে ক্ষমতাসীনরা দেশকে ফোকলা করে দিয়েছে। দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে গেছে। তাই এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না। আন্দোলনের মধ্য দিয়ে তাদের পরাজিত করতে হবে।

এ সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন