হোম অন্যান্যসারাদেশ নড়াইল পৌর মেয়রের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

নড়াইল অফিস :

নড়াইল পৌর মেয়রের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল ) বিকালে নড়াইল পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের সুলতান মঞ্চ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য দেন সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ, যুবলীগ নেতা এস এম ফয়সাল সাদি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন বিশ্বাস রাজু, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভপতি সাজ্জাদ হোসেন ববি, জেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক আল-আমিন মোল্যা প্রমূখ।

এসময় বক্তরা বলেন, মেয়র আঞ্জুমান আরা ইজিবাইক থেকে আদায়কৃত ১৭ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে ৬ লক্ষ টাকা জমা দিয়ে বাকি ১১ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে থাকেন। ।

এছাড়া বিভিন্ন সময়ে পৌরসভার র্কমর্কতা-র্কমচারির নামে মিথ্যা ভাউচার দেখিয়ে ৩ কোটি ৩৫ লক্ষ ৩ হাজার ৬’শ ৭৭ টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ করেন । বক্তারা আরো বলেন, ছাত্রলীগের নামে দায়ের করা পৌর মেয়রের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন