নড়াইল অফিস:
নড়াইলে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে প্রনোদনা সার ও বীজ বিতরন শুরু হয়েছে। শুক্রবার(২০ অক্টোবর) দুপুর ১২ টায় সদর উপজেল চত্ত¡রে কার্যক্রমের উদ্বোধন করা হয়। নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রনোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়।
এসময় আরো বক্তব্য দেন মাশরাফির বাবা গোলাম মোর্তজা শ^পন, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান,শাহাবাদ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমুখ। গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ডালের জন্য জেলায় মোট ১৯হাজার ২’শ৬০ জনকে বীজ ও সার প্রদান করবে কৃষি বিভাগ। এরমধ্যে সদর উপজেলায় ৬হাজার ২’শ ৮০ জন কৃষককে প্রনোদনা প্রদান করা হবে।