হোম অন্যান্যসারাদেশ নড়াইলে স্বামী হত্যার বিচার চেয়ে আদালতে মামলা দায়ের

নড়াইল অফিস :

নড়াইলে কবর থেকে স্বামীর লাশ উত্তোলন করে মূুত্যুর প্রকৃত ঘটনা জানতে আদালতে অভিযোগ দায়ের করেছেন শাহিদা বেগম নামে এক স্ত্রী। অভিযোগে জানা যায়,কালিয়া উপজেলার রগুনাথপুর গ্রামে গত এপ্রিল মাসের ১৩ তারিখে তার স্বামী ইলিয়াছ বিশ্বাসকে গুম করে হত্যা করা হয়। লাশ লুকাতে না পেরে ১৩ তারিখে রাতেই স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে স্বল্প সংখ্যক লোকের উপস্থিতে রগুনাথপুর কবর স্থানে তড়িঘড়ি করে দাফন করা হয়।

মামলার বাদি শাহিদা বেগম জানান, আমার স্বামীর প্রথম স্ত্রী মারা যাওয়ায় পর আমাকে বিবাহ করেন। দাম্পত্য জিবনে আমাদের কোন সন্তান না থাকায় আমাকে স্বামীর জীবনদশায় কিছু জায়গাজমি দানপত্র করে দিতে চাইলে। প্রথম পক্ষের সন্তানেরা পিতার উপর ক্ষিপ্ত হয়ে মাঝে মাঝে মারপিট করতো। এবং তারা আমাকেও বাড়ি থেকে বের করে দিত। ঘটনার কদিন আগে নির্যাতন করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়।

আমি এলাকায় খোজ নিয়ে জেনেছি অভিযুক্ত নুর নবী বিশ্বাস, রেকসনা বেগম, শাহিন বিশ্বাস, তহমিনা বেগম, আরিফ বিশ্বাস, আনিছ বিশ্বাস আমার স্বামীকে নির্যাতন করে মেরে ফেলেছে। কাফনের সময় অনেকে আমার স্বামীর শরিরের বিভিন্ন স্থানে আঘাত চিন্থ দেখতে পেয়েছে। আমি বিজ্ঞ আদালতের কাছে আমার স্বামীর লাশ উত্তোলন করে তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত ঘটনা জানতে চাই। এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি। এবিষয়ে বিজ্ঞ কালিয়া আমলী আদালত ৪ মে তারিখে কালিয়া থানাকে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিলেন নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন