হোম অন্যান্যসারাদেশ নড়াইলে শারদীয় পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইল অফিস :

নড়াইলে শান্তি পূর্ন ভাবে শারদীয় পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ লাইনে জেলার ৩৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও তিনটি পৌর মেয়রদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান এড সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি এড সুবাস চন্দ্র বোস,নড়াইল সদরের পৌর মেয়র আনজুমান আরা,কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ, নড়াইল-২ সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশর বিভাগের বিভিন্ন পর্যায়ের অফিসার ও সদস্যগন । মত বিনিময় সভার সিদ্ধান্ত হয় পূজা মন্ডব গুলোকে ডিজে গান বাজানো এবং পূজার দিনগুলিতে মন্ডবে মোটর সাইকেল নিয়ে মহড়া দেওয়া যাবেনা।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় তার বক্তব্যে বলেন, কোন প্রকার উশৃংখল কার্মকান্ড কেউ জড়িত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন