নড়াইল অফিস :
নড়াইলে মেয়াদ উত্তীর্ণ এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রির দায়ে এক গ্যাস দোকানীকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার সন্ধায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে নড়াইল চৌরাস্তায় অভিযানে এ অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযান কালে খবির এন্টারপ্রাইজ নামে গ্যাসের দোকানটিতে অত্যন্ত বিপদ জনক মেয়াদ উত্তীর্ণ এলপি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এই মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার যে কোন সময় বাসাবাড়িতে বিস্ফোরিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয় ক্ষতি হতে পারে। এছাড়াও বিস্ফারক অধিদপ্তরের অনুমোদন গ্রহন ছাড়াই দোকানটিতে অবৈধভাবে গ্যাস বিক্রি করা হচ্ছিল, ছিলনা ট্রেড লাইসেন্সও। সবক’টি অপরাধ গুরুতর হলেও প্রথমবারের মতো সংগঠিত হয়েছে এই বিবেচনায় দোকান মালিককে সতর্ক করতে নগদ ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং দ্রুততম সময়ে সকল বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হুশিয়ার করা হয়।