নড়াইল অফিস :
নড়াইলে প্রজ্জ্বলিত নড়াইল মানবিক যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বুধবার (২৯সেপ্টেম্বর) সকাল ১১টায় কে,ডি,আর,কে মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করা হয়।
পরে বিদ্যালয়ের সামনে মানববন্ধন থেকে জলবায়ু সুবিচার চেয়ে মানব বন্ধন করা হয়। এই কর্মসুচিতে প্রায় ২শতাধিক শিক্ষার্থি অংশগ্রহণ করেন।
কর্মসুচিতে উপস্থিত ছিলেন কে,ডি,আর,কে মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থি বৃন্দ।
শিক্ষার্থিদের মাঝে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা তুলে ধরেন প্রজ্জ্বলিত নড়াইল মানবিক যুব সংগঠনের সভাপতি মো মিকাইল হোসেন খান, এবং জলবায়ু সুবিচারের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন দিক নির্দেশনা ও গুরুত্বপুর্ণ বক্তব্য দেন কে, ডি আর,কে,মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র কুন্ডু এছাড়া অন্যান্য শিক্ষক সহ শিক্ষার্থিরা। শিক্ষার্থিরা বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে জলবায়ু সুবিচারের আদায়ের জন্যে স্লোগান দেন।
এ সময় বক্তারা বলেন, আমরা আর বিশ্বনেতাদের ফাঁকা বুলি শুনতে চাই না, সময় এসেছে কার্বন ও বৈষম্যহীন বিশ্ব গড়ে তোলার”। বিশ্বনেতাদের কাছে তাদের দাবি, কার্বন নিঃসরণ কমানোর জন্য জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ করে সবুজ ও পরিবেশবান্ধব জ্বালানীতে বিনিয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ন্যায্য ক্ষতিপূরণের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। মানববন্ধন থেকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানানো হয়।