নড়াইল অফিস:
নড়াইলে ১১ কেভি লাইন স্থাপনের কাজ করার সময় বিদ্যুতের কাজ করার সময় জহুরুল ইসলাম (৩৫) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। এসময় সুজন খান (২০) নামে আরো একজন আহত হয়। শুক্রবার বিকেলে নড়াইল ওজোপাডিকো বিদৎূ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি যশোরের বিলপাড়া এলাকায়। সে ওই এলাকার ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে। আহত সুজন নড়াইল সদর উপজেলার জুড়ালিয়া গ্রামের জাকির খানের ছেলে।
জানা গেছে,ওজোপাডিকো নড়াইল পৌর এলাকায় ১১ কেভি সংযোগ লাইন পূনঃস্থাপন কাজ চলছে। শুক্রবার সকালে কয়েকঘন্টা বিদুৎ সংযোগ বন্ধ রেখে নতুন খুটিতে তার স্থাপন করা হয়। পরে বিকালে ঐ কর্মীরা সংযোগ তার সঠিকভাবে স্থাপন করতে উপরে উঠলে মাথার উপরে থাকা ৩৩ কেভি তারে স্পর্শ লেগে দূর্ঘটনা ঘটে।
একসাথে কাজ করা বিদ্যুৎ শ্রমিক সোহান জানান, নড়াইল বিদ্যুৎ অফিসের সামনে রাস্তায় আমরা কাজ করছিলাম। হঠাৎ করে বিদ্যুতের লাইন চালু করে দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওপর থেকে লাইলম্যান জহুরুল ইসলাম নিচে পড়ে গুরুতর আহত হয়ে ঐ স্থানেই মারা যায়। আহত সুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শরীফ বলেন,হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে,অন্য জনকে ভর্তি করা হয়েছে। নড়াইল ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী মোঃ নাছির উদ্দিন বলেন, সঞ্চালনের তার পরিবর্তনের কাজ করার সময় অসাবধানবসত পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়। হতাহতরা দৈনিক হাজিরা হিসাবে কাজ করেন বলে জানান তিনি।