নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে শুরু হয়েছে বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। রবিবার(৪ জুন) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী মেলা উদ্বোধন করেন। নড়াইল সরকারী উচ্চ বালক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন বিদ্যালয়ের মোট ২২ টি স্টল অংশগ্রহন করে।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক ,স্কুলের শিক্ষক ও সুধীজন স্টল পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন অতিঃ জেলা প্রশাসক(সার্বিক) মো.ফখরুল হাসান, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নাসির উদ্দিন,অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী,অতিঃ জেলা প্রশাসক(রাজস্ব) শ্বাস্বতী শীল,এড.রওশন আরা কবীর,মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু। আগামী দুইদিন ধরে চলবে এই মেলা।