নড়াইল অফিস:
নড়াইলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রন ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্যাব জেলা সভাপতি ম ম শফিউল্লাহ। জেলা প্রশাসন ও ক্যাব এর যৌথ আয়োজনে মুল প্রবন্ধ উপস্থাপন করে জেলা ক্যাব সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমান।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশ্বতী শীল, ,জেলা আনসার কম্যান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো,রোকনুজ্জামান,সাংবাদিক মোস্তফা কামাল,জিয়াউর রহমান জামি প্রমুখ। এ সময় বক্তারা বলেন নিরাপদ খাদ্য বাজারে আনা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আনতে সকল পক্ষকে গুরুত্ব দিতে আহবান জানানো হয়।