হোম খুলনানড়াইল নড়াইলে পল্লী চিকিৎসক নিখোঁজ

নড়াইলে পল্লী চিকিৎসক নিখোঁজ

কর্তৃক Editor
০ মন্তব্য 168 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নাজিম দেওয়ান (৭০) নামে এক পল্লী চিকিৎসক নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় শনিবার (২০ জানুয়ারি) সকালে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ ওই পল্লী চিকিৎসকের ছোট ছেলে আলিফ দেওয়ান। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।

এর আগে গত শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার মশাঘুনি গ্রামের নিজ বাড়ি থেকে লোহাগড়া বাজারের উদ্দেশ্য রউনা হয়ে আর বাড়ি ফেরেন নি তিনি।

নিখোঁজ নাজিম দেওয়ান উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের মশাঘুনি গ্রামের সাইদ আহমেদ এর ছেলে।

নিখোঁজ নাজিম দেওয়ান এর মেজো ছেলে মো.সৌরভ ইসলাম বলেন, আমার পিতা শুক্রবার দুপুরের খাবারের পর নিজের মোটর বাইক (ঢাকা মেট্রো-হ ৫৩-৯০৬৪) ও মোবাইল সঙ্গে নিয়ে লোহাগড়া বাজারের উদ্দেশ্যে যায়। তবে অন্যান্য দিন সন্ধ্যার আগে বাড়িতে ফেরত আসলেও এদিন আর ফেরত আসে নাই। পরে সম্ভাব্য সকল জায়গা এবং নিকট আত্মীয়দের কাছে ফোন করে ও তিনার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ ব্যাপারে বলার মত এখনো তেমন কিছু নেই আপাতত তদন্ত চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন