হোম অন্যান্যসারাদেশ নড়াইলে দুর্গোৎসব নির্বিগ্ন করতে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইল অফিস :

আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিগ্ন করতে নড়াইলে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনপ্রতিনিধিদের পরামর্শ ও মতামতের আলোকে পূজার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতের লক্ষে কর্মপরিকল্পনা সাজাতে তাদের নিয়ে অনুষ্ঠিত হলো এবারের মত বিনিময় সভা। পূজাকে সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে এর আগে হিন্দু নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে নিয়ে কয়েক দফা সভা সমাবেশের আয়োজন করা হয়।

২৯ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা পুলিশ লাইন্সএ এ মত বিনিময়ের আয়াজন করা হয়। এতে জেলার সকল ইউনিয়ন, পৌরসভার চেয়ায়ারম্যান, ইউপি সদস্য, মেয়র, কাউন্সিলরগন ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস বোস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সদর পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,সংসদ মাশরাফির বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন,পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে শন্তিপূর্ণ সহঅবস্থান বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টকারি যে কোন অপশক্তিকে সম্মিলিতভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে এ ব্যাপারে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আইনশৃঙ্খলার পরিপন্থি যে কোন অপতৎপরতা বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘোষনা দেন, সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রেখে দুর্গোৎসবের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সম্ভব সব কিছু করার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন