নড়াইল অফিস :
নড়াইলে পৃথক দুইটি ফেনসিডিল মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের দন্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। মাদক কারবারীরা দুইজনই পলাতক রয়েছে।
মাদক কারবারীরা হল নড়াইল সদর থানার রঘুনাথপুর গ্রামের মৃত মোস্ত কাজীর স্ত্রী মুক্তা বেগম ও গোপালগজ্ঞ জেলার কাশিয়ানী থানার রাজপাট গ্রামের আয়ুব আলী মোল্যার ছেলে মোঃ বারিক মোল্যা।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৮ সালের ৭ আগষ্ট নিয়ম মাফিক পরিচালিত মাদক উদ্ধারের সময় ডিবি পুলিশ নড়াইলের রঘুনাথপুর গ্রামের মুক্তা বেগমের বসত বাড়ী থেকে থেকে ২৫বোতল ও ২০১২ সালের ১ জানুয়ারী লোহাগড়া থানা পুলিশ লোহাগাড়া গ্রামের ভাড়াটিয়া মোঃ বারিক মোল্যাকে ৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
এ ঘটনায় নড়াইল সদর থানা ও লোহাগাড় থানায় পুলিশ বাদি হয়ে পৃথক দুইটি মামলা দয়ের করেন। মামলার বিচার কার্য চলমান থাকার এক পর্যায়ে আসামী মুক্তা বেগম ও মোঃ বারিক মোল্যা জামিনে মুক্ত হয়ে পালিয়ে যায়।
মামলায় সকল সাক্ষীদের সাক্ষ্য গ্রহন শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমানিত হওয়ায় তার অনুপস্থিতিতেই আদালত এ দন্ডাদেশ দেন।