হোম অন্যান্যসারাদেশ নড়াইলে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু!

নড়াইল অফিস :

নড়াইলের নড়াগাতীতে ধান বোধাই ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম মোল্যা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (৯ মে) রাতে চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত শামীম মোল্যা নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের শরীফপাড়া গফফার মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন রাতে ব্যবসায়ী শামীম মোল্যা মোটর সাইকেলে যোগে নড়াগাতি থেকে চুনখোলা যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা পৌঁছালে বিপরীতমুখী ধান বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী শামীম ও চালক মারাত্মক আহত হন। পরে শামীমকে উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত মোটরসাইকেল চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা দূর্ঘটনায় শামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে তাকে আটকের চেষ্টা চলছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন